সুপ্রভাত কৌশিক ও সুস্মিতা ঃ
প্রথমেই তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের কালীপূজোতে আমাদের আমন্ত্রন জানানোর জন্য৷ একটা সুন্দর দিন তোমাদের ওখানে কাটাতে পেরে দারুণ ভালো লাগলো৷ তোমাদের পূজোর ব্যবস্থা খুবই ভালো ছিল - অঞ্জলি, প্রসাদ, দুপুরের খাওয়া, বিকেল/সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান ( হাঁ দুর্গাপুজোতে সোমলতা কে শোনার পরে তপনপ্রভর গান আমাদের কলেজ জীবনের নস্টালজিকতায় নিয়ে গেছিল) আর শেষে এত ভালো ডিনার - সব মিলিয়ে একটা অদ্ভুত পরিপূর্ণতা সৃষ্টি করেছে যার রেশ থাকবে আগামী দিনেও৷
তোমাদের আবারও ধন্যবাদ জানাই এতো সুন্দর ব্যবস্থাপনার জন্য৷ আশা রাখবো আগামী দিনেও এমন সুন্দর অনুষ্ঠানে আমরা আবার উপস্থিত হতে পারবো৷
তোমাদের জানাই কালীপূজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷
ভালো থেকো,
সুগত ও সুস্মিতা